|| নিজস্ব প্রতিবেদক, সুখবর পত্রিকা ||
একটি দেশকে উন্নত হতে হলে তার সমাজের প্রত্যেক মানুষকে সাথে নিয়ে উন্নয়নের পথে হাঁটতে হয়। কিন্তু, আমাদের সমাজের একটি বিরাট অংশে এখনও দারিদ্র জনগোষ্ঠী, যেখানে অধিকাংশ শিশুই সুবিধাবঞ্চিত
। সমাজের সুবিধাবঞ্চিত
শিশু
এবং দারিদ্র জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়ন লক্ষে দেবদূত হিসেবে আবির্ভাব হয়ে কাজ করে যাচ্ছে Smile Bangladesh সংগঠনটি।
নজরুল ইসলাম জয় এর হাত ধরে এ সংগঠনের যাত্রা শুরু। সংগঠনের সূচনা বিষয়ে তিনি আমাদের জানান, “অনেকেই সামাজিক কাজের আগ্রাহ দেখায় তখন ২০১৭ সাল ১১ নভেম্বর। শুরুতে ১৬ জন পেয়েছিলাম আমার পরিচিত যারা কেউ স্টুডেন্ট কেউ চাকুরিজীবী কেউ ব্যবসায়ী। তাদের সাথে বসে সিদ্ধান্ত নেই আমরা একটি সংগঠন তৈরী করব তবে অনেকেই সামাজিক কাজ করছে, আমরা একটু ভিন্নভাবে কাজ করব এবং দূর্গম এলাকায় । চট্টগ্রাম শহরের সি আর বি থেকে যাত্রা শুরু করে Smile Bangladesh।“
শুরুতে আমারা আর্থিক সহযোগিতা কম থাকলেও এখন তাদের কাজ দেখে অনেকে এগিয়ে এসেছে। তাদের কয়েকটি স্থায়ী কাজ আছে যা পুরো বছর চলমান থাকে।
৩০ মিনিট স্কুল
সপ্তাহে ৩ দিন বিভিন্ন বস্তি এবং দূর্গম পাহাড়ি এলাকায় বয়স্কদের স্বাক্ষর এবং শিশুদের প্রাথমিক শিক্ষা দেওয়া হয় থাকে।
৩০ মিনিট স্কুল ক্যাম্পেইন
শহর এবং গ্রামের বিভিন্ন স্কুলে ৩০ মিনিট সময় নিয়ে ছাত্র ছাত্রীদের মাঝে সচেতনতামূলক ক্যাম্পেইন আয়োজন করা হয়। শিশু নির্যাতন, যৌতুক, বাল্যবিবাহ, গুজব, বয়ঃসন্ধি, স্তন ক্যান্সার সহ বিভিন্ন বিষয়ে সচেতন করা হয়। এখন পর্যন্ত চট্টগ্রামের ৫০ টির অধিক স্কুলে এই ক্যাম্পেইন করা হয়েছে।
সুবিধাবঞ্চিত শিশুদের জন্য স্মাইল স্কুল
চট্টগ্রাম টাইগার পাস এলাকায় একটি বস্তির সুবিধাবঞ্চিত
শিশুদের জন্য এই স্কুল।
কারো রক্তের প্রয়োজনে ডোনার ম্যানেজ করে দেয়ার পাশাপাশি, প্রতিমাসে বিভিন্ন বস্তি ও এতিম খানায় শিশুদের জন্য ভালো খাবারের আয়োজনও করে থাকে তারা । এছাড়াও সারাবছর বৃক্ষরোপণ কর্মসূচি, ইদ বস্ত্র বিতরণ, শীত বস্ত্র বিতরণ, পূজার সময় বস্ত্র বিতরণ,এতিম দিবসে খাবার বিতরণ সহ বিভিন্ন মানবিক কাজ করে থাকে সংগঠনটি। তবে দূর্গম পাহাড়ি এলাকা ও চা বাগানে তাদের কার্যক্রম বেশি, কারণ সেখানে মানুষ এই সব সহযোগিতা কম পায়।
এই উদ্যোগ নিয়ে প্রতিষ্ঠাতা পরিচালক নজরুল ইসলাম জয় প্রতিবেদককে জানান, “পড়াশোনা কিংবা চাকরির পাশাপাশি ফ্রী সময় আমরা চাইলে সমাজের জন্য অনেক কিছু করতে পারি। তারুণ্যের সব শক্তিকে একত্রিত করে নিজেকে সামাজিক দায়বদ্ধতা থেকে মুক্ত করতে, সমাজের অসঙ্গতিগুলো দূর করে সুস্থ মানবিক সমাজ ও একটি সুন্দর দেশ নির্মানের লক্ষে সমাজের পিছিয়ে পড়া ও নিপিড়ীত মানুষের অগ্রগতির জন্য সুবিধাবঞ্চিত শিশুদের মুখে একটু হাসি ফুটানোর লক্ষ্যে তরুণদের একত্রিত করে,অবহেলিত মানুষের পাশে থেকে সেবার মানসিকতা নিয়ে কাজ করার লক্ষ্যে আমাদের পথচলা।“
Smile Bangladesh
এর স্বপ্নযাত্রা অব্যাহত থাকুক। তাদের স্বপ্নগুলো ছড়িয়ে পরুক পুরো বাংলাদেশে।
Smile Bangladesh এর ফেসবুক পেইজ লিংক