||
নিজস্ব
প্রতিবেদক,
সুখবর
পত্রিকা
||
বর্তমান সময়কালে তরুণ সমাজের মাঝে নানা রকম সমস্যায় ভুগতে দেখা যায়। সমাজের নানা সমস্যা ও বিশৃঙ্খলা দূর করতে সমাজের তরুণদের যদি কাজে লাগানো যায় তাতে সমাজ উপকৃত হবে। এরকমই বোধ থেকে গড়ে ওঠা একটি সামাজিক সংগঠনের হল চট্টগ্রাম জেলার পটিয়া থানার ‘পোল–স্টার গ্রুপ‘। এলাকার সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া উন্নয়ন সাধনের মাধ্যমে প্রিয় মাতৃভূমির সার্বিক কল্যাণে নিয়োজিত থাকা এবং সমাজ ও দেশের যেকোনো প্রয়োজনে হাতে হাত রেখে কাজ করার চিন্তা থেকেই ১২ জন তরূণ মিলে গড়ে তোলে এ সংগঠন।
এই পর্যন্ত এ সংগঠনটি এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ যেমনঃ ভাঙা রাস্তা মেরামতে সহায়তা, এলাকায় স্বাস্থ্যসম্মত স্যানিটারির ব্যবস্থা করা, মসজিদ প্রাঙ্গণ উন্নয়ন ও বাগান করা, করোনাকালীন মহামারিতে এলাকায় সচেতনতা তৈরি করা ও হাত ধুয়ে এলাকায় প্রবেশের ব্যবস্থা করা, কুরবানি পশুর বর্জ্য স্বাস্থ্যসম্মতভাবে অপসারণের ব্যবস্থা করা,বৃক্ষরোপণ কর্মসূচি, বিভিন্ন ধর্মীয় অনুষ্টানের আয়োজন করা, বিভিন্ন জাতীয় দিবস পালন করা, সাংস্কৃতিক ও ক্রীড়া অনুষ্ঠান আয়োজন করার মাধ্যমে শিশুদের প্রতিভার বিকাশ সাধন করা ইত্যাদি সফলতার সহিত সম্পাদনের মাধ্যমে বেশ সুনাম অর্জন করেছে। তাদের ভবিষ্যৎ পরিকল্পনার নিয়ে জিজ্ঞেস করা হলে প্রতিবেদককে জানান,”আমরা এই সংগঠনটিকে বিভিন্ন কর্মকান্ডের মাধ্যমে আগামীতে আরো বৃহৎ পর্যায়ে নিয়ে দাড় করাতে চাই। আমাদের পাড়ায় শিক্ষিতের হার শতকরা একশ ভাগ করতেও আমরা কাজ করে যাব। তাছাড়া এলাকায় একটি গণপাঠাগার প্রতিষ্ঠা করারও ইচ্ছে আছে যাতে সকলের চিন্তাশক্তি ও মানসিক চিন্তাধারার ক্ষমতা আরো বৃদ্ধি পায়। এলাকাটিকে বেকারমুক্ত করার জন্যও আমরা শিক্ষিত যুবকদের নিয়ে কাজ করে যাব। এবং ভবিষ্যতে সমাজ থেকে বিভিন্ন দুর্নীতিপরায়ণ ব্যক্তিদের দুর্নীতিমূলক ও অসামাজিক কাজ বন্ধে সক্রিয় অংশগ্রহণ করবো।“
‘পোল–স্টার গ্রুপ‘ এর স্বপ্নযাত্রা অব্যাহত থাকুক। তাদের স্বপ্নগুলো ছড়িয়ে পরুক পুরো বাংলাদেশে।