||
নিজস্ব
প্রতিবেদক,
সুখবর
পত্রিকা
||
বর্তমান সময়ে মানুষের মাঝে মানবতাবোধ এর অভাব বেশ লক্ষ্যণীয়। যার মাঝে মানবতাবোধ আছে সেই মানবসেবার কাজে এগিয়ে আসে। তারা বা সে সংগঠনের কাজ ছোট হলেও তারা সমাজে চারপাশে ভালো কাজের ছাপ রাখে যা আরও অনেককে কাজ করতে উৎসাহিত করে। এরকম একটি সংগঠন হল ‘স্বপ্নযাত্রী
ফাউন্ডেশন মহেশখালী শাখা‘।
মানুষের প্রতি ভালোবাসা, মানুষের প্রতি মানবিকতা দেখানো, মানুষের মাঝে ভালোবাসা জাগ্রত করার জন্য এ সংগঠনের যাএা শুরু। সংগঠনের প্রধান আমাদের জানায়,” সংগঠন সৃষ্টি হয় মানুষের মাধ্যমে। একা একা কেউ সাংগঠনিক কাজ করতে পারে না। তাই যখন মানুষের জন্য কিছু করার ইচ্ছে থেকে একটা সংগঠন গড়ে তুলতে চেয়েছি।“
এ সংগঠনের এর মাধ্যমে অনেকে গরীব মানুষ উপকৃত হয়েছে। এলাকার অসহায় মানুষদের সাহায্য করা হয়েছে। করোনা কালীন সময়ে এ সংগঠনের মাধ্যমে সাহায্য করা হয়েছে। টাকা দিয়ে সাহায্য করা হয়েছে। নারীর শিক্ষা, বৃক্ষরোপণ এর কাজ করছে এ সংগঠন। স্বপ্ন যাত্রী ফাউন্ডেশন কোরবানি ইদের আগে সোনাদিয়া দ্বীপে একটি স্কুলও প্রতিষ্ঠা করেছে।
ভবিষ্যতে আরো অনেক মানুষকে সাহায্য করতে চায়, সবার বিপদে এগিয়ে আসতে চায়, মহেশখালীর উন্নয়নে একযোগে তারা কাজ করতে চায়।“স্বপ্নযাত্রী
ফাউন্ডেশন মহেশখালী শাখা“এর স্বপ্নযাত্রা
অব্যাহত থাকুক। তাদের স্বপ্নগুলো ছড়িয়ে পরুক পুরো বাংলাদেশে।