|| নিজস্ব
প্রতিবেদক, সুখবর পত্রিকা ||
“Pekhom”
একটি সামাজিক সংগঠন, যারা নারীদের স্বাবলম্বী করতে উৎসাহ দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত।
স্বল্প সময়েই দশ হাজারের অধিক সদস্য হয়ে যাওয়া একটি বড় কমিউনিটি যারা কাজ করে যাচ্ছে
নারীদের সৃষ্টিশীল বিভিন্ন কাজের প্রসারে এবং ইভেন্টের মাধ্যমে।
সম্প্রতি আগামী জানুয়ারি
মাসের ২২,২৩ ও ২৪ তারিখে বেলা ১২টা
থেকে রাত ৯টা পর্যন্ত কলকাতার YMCA Building, বিবেকানন্দ রোডে (গিরিশ পার্ক মেট্রো স্টেশনের কাছে) অনুষ্ঠিত হতে যাচ্ছে Pekhom এর বিজনেস এক্সিবিশন “পসরা”৷
এটিতে থাকছে নারীদের জন্য বিভিন্ন স্টল, যেগুলোতে অংশগ্রহণকারী থাকবেন ঘরে তৈরি বিভিন্ন খাবার, ঘরে তৈরি চকলেট, পিঠা, পায়েস ইত্যাদি নিয়ে। এছাড়াও
থাকবে বাহারি চকলেটের স্টল, জুয়েলারি এবং কাপড়ের স্টল। থাকবে পারফিউম এবং কসমেটিকস এর স্টলও।
নারীদের স্বাবলম্বী হতে
উৎসাহ দেয়ার পাশাপাশি এধরণের বিজনেস এক্সিবিশন আরো অনেক বেশি নারীকে নিজেদের সৃষ্টিশীল
বিভিন্ন কাজে আগ্রহী করে তুলবে বলেই সবাই মনে করেন। Pekhom
এর এই চমৎকার উদ্যোগে বেশ ভালো সাড়া পাওয়া যাচ্ছে, তাদের পেইজ এবং অনলাইন প্ল্যাটফর্ম
থেকে বোঝা যাচ্ছে এই ইভেন্টটি নিয়ে বেশ ভালো আগ্রহ রয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে।
উল্লেখ্য, সহযোগী প্রতিষ্ঠান হিসেবে
এই ইভেন্টে Pekhom এর সাথে থাকবে Bihongo। এছাড়া, এই
আয়োজনের স্পন্সর হিসেবে রয়েছে My Global Bazar
উল্লেখ্য, ইভেন্টটি সম্পর্কে বিস্তারিত
জানতে যেতে পারেন Pekhom এর ফেসবুক পেইজে। লিংকঃ
https://www.facebook.com/Pekhom-Bihongo-100677191701361/
ইভেন্ট লিংকঃ https://fb.me/e/glKBBCz71
Pekhom সম্পর্কে
ইউটিউবে জানতেঃ