|| নিজস্ব প্রতিবেদক, সুখবর পত্রিকা ||
আমাদের সমাজ আজন্মই ব্যতিক্রমতার গুরুত্ব বুঝতে পারেনি। কিন্তু বাস্তবে একটি বাগানে যদি বহুধরনের ফুল থাকে; তখনই বাগানকে আরো আকর্ষণীয়, আরো মৌলিক, আরো সৃজনশীল মনে হয়। আমাদের সৃষ্টিকর্তাও মানুষকে দিয়েছেন ভিন্নতা, নারী–পুরুষ–বৃহন্নলা। কিন্তু আমাদের সমাজ বৃহন্নলা সম্প্রদায়ের গুরুত্ব আজো বুঝতে পারেনি। তবে পরিবর্তন আসবে, সাম্য আসবে পৃথিবীতে। আর সেই পরিবর্তনের পথে কাজ করে যাচ্ছে Better Future Bangladesh-BFB সংগঠনটি। গত ৫ ই আগষ্ট চট্টগ্রামের ৫০–৬০ জন সদস্যের বৃহন্নলা পরিবারের সাথে একটি দিন কাটায় Better Future Bangladesh-BFB। সংগঠনটির প্রায় ২০ জন সদস্য এতে অংশগ্রহণ করে। তারা বৃহন্নলা পরিবারের জন্য বিরিয়ানি রান্না করে আহারের ব্যবস্থার করে। এছাড়াও গেইম সেশনেরও ব্যবস্থা ছিল।
বৃহন্নলা পরিবারকে একটি দিন উপহার দেওয়ার পাশাপাশি আমন্ত্রণ জানানো হয়েছিল দায়িত্বশীলদের যাদের সমন্বয়ে এগিয়ে গেলে বৃহন্নলাদের জীবনের পরিবর্তন সম্ভব। উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের মাননীয় উপ পরিচালক জনাব শহিদুল ইসলাম। উপস্থিত থেকে এবং কার্যক্রমটি সফলভাবে করতে সহযোগিতা করেছেন লায়ন্স রজনীগন্ধা এবং কর্ণফুলী ক্লাব।
অনুষ্ঠানে একটি কবিতা আবৃত্তি করে বৃহন্নলা জাইরিন। হয়তো কবিতায় অভিমান ব্যক্ত হয়েছে, হয়তো মানুষ হিসেবে স্বীকৃতির প্রার্থনা; কিন্তু এই সমাজ কবে বুঝবে সে কবিতার অর্থ –
পথ চেয়ে দিন চেয়ে ঘুরি পথ পানে
একা একা খুজে ফিরি জীবনের মানে।
তোমাদের মাঝে আমি পাইনি কো ঠাঁই,
হিজড়া বলে তাই?
তবুও মানুষ আমি বলে যেতে চাই
বৃহন্নলারাও এক , একটুও আলাদা নয় ।
মানুষ সবাই।